ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
চুয়াডাঙ্গায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: অষ্টম জাতীয় পে-স্কেলে শর্তহীনভাবে অর্ন্তভুক্তি ও চাকরি জাতীয়করণের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।



প্রতিবাদ সমাবেশে শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের মানুষ তৈরির কারিগর বলা হয়, অথচ আমাদের সঙ্গে সরকার বিমাতাসুলভ আচরণ করছে।

অবিলম্বে এ দাবি মানা না হলে শিক্ষা প্রতিষ্ঠানে তালাসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা রাশিদুল ইসলাম, শেখ সেলিম, আবুল কাশেম, খাইরুল ইসলামসহ উপজেলা ইউনিটের নেতারা।

সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধনে করেন শিক্ষক কর্মচারীরা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।