ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
বরিশালে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: চাকরি জাতীয়করণ ও শর্তহীনভাবে অষ্টম জাতীয় পে-স্কেলে বেতন অন্তর্ভুক্ত করার দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা।

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শাখার আয়োজনে সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



মানববন্ধনে জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মো. রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের বরিশাল বিভাগের আহ্বায়ক অধ্যাপক মো. আলমগীর হোসেন, জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক মো. আবদুল মালেক,  মাধ্যমিক বিদ্যালয়ের জেলা শাখার আহ্বায়ক মো. হারুন অর রশিদ, মহানগর শাখার মো. আবদুস সালাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকারি চাকরিজীবীরা জানুয়ারি মাসে নতুন স্কেলে বেতন পেয়েছেন, কিন্তু আমরা তা না পেয়ে হতাশ।

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমাদের নতুন স্কেলে বেতন না দেওয়া হলে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো। তাই আমাদের এ ন্যায্য দাবি মেনে নেওয়ার আহবান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।