ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
শিবগঞ্জে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটি এলাকায় ট্রাকের চাপায় লালবর হোসেন (৩০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



লালবর উপজেলার পারঘোড়া পাখিয়া গ্রামের কেতাবুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, দুপুরে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন লালবর। পথে রানিহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় লালবরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাংলানিউজকে জানান, ট্রাকসহ চালককে আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।