ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শাবি শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
শাবি শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা

সিলেট: মাইক্রোবাস চাপায় দুইজন নিহত হওয়ার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক আরিফুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) নগরের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



২৩ জানুয়ারি শাবিপ্রবি মূল ফটকের ভেতরের সড়কে মাইক্রোবাস চাপায় চাপায় ২জন মৃত্যুর ঘটনায় নিহত আতা‌উর রহমানের স্ত্রী ফারহানা চৌধুরী রুমি বাদী হয়ে একটি মামলা (নম্বর-১৩) করেছেন।

ওসি বলেন, মামলায় শাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফুল ইসলামকে একমাত্র আসামি করা হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

২৩ জানুয়ারি দুপুরে ড. আরিফুল ইসলামের মাইক্রোবাস চাপায় নিহত হন কলেজ শিক্ষক শেখ আতাউর রহমান (৫৫) ও তার চাচা গিয়াস উদ্দিন (৭০)।

আহত হন নিহত আতাউর রহমানের মেয়ে নাবিলা রহমান, শিক্ষক আরিফুল ইসলাম এবং তার গাড়ি চালক আবুল কালাম।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এনইউ/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।