ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়া থেকে অপহৃত স্কুলছাত্রী মানিকগঞ্জে উদ্ধার, আটক ৩

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আশুলিয়া থেকে অপহৃত স্কুলছাত্রী মানিকগঞ্জে উদ্ধার, আটক ৩ ছবি: প্রতীকী

আশুলিয়া (ঢাকা): আশুলিয়া থেকে অপহরণের একদিন পর মানিকগঞ্জের সাটুরিয়া এলাকা থেকে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।



সোমবার (২৫ জানুয়ারি) সকালে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া এলাকার একটি বাড়ি থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ছাত্রীর নাম জান্নাতুল ফেরদৌস (১৫)। সে নাটোর জেলার বড়াইগ্রাম এলাকার জাব্বার আলীর মেয়ে।

আটকরা হলেন- আবুল কালাম আজাদ, সাইদ ও আমিরুল।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া স্কুলছাত্রীর ঠিকাদার বাবা জাব্বার আলী আশুলিয়ার জামগড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। গত কয়েকদিন আগে মেয়ে জান্নাতুল বাবার সঙ্গে দেখা করতে গ্রামের বাড়ি থেকে জামগড়ায় আসে। এক পর্যায়ে তার পাশ্ববর্তী একটি টেইলার্সের কর্মচারী আবুল কালামের সঙ্গে পরিচয় হয়। গতকাল (রোববার) বিকেলে ওই ব্যক্তির সঙ্গে জান্নাতুল নবীনগর এলাকায় বেড়াতে গেলে আটকরা জোরপূর্বক ওই স্কুলছাত্রীকে একটি সিএনজিতে উঠিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায় নিয়ে একটি বাড়িতে আটকে রাখে। পরে মেয়েটির বাবা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবগত করলে পুলিশ আবুল কালামের মোবাইল ফোন ট্র্যাকিং করে সাটুরিয়া এলাকা থেকে জান্নাতুলকে উদ্ধার করে এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় তিনজনকে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ইতোমধ্যে আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।