ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কসবায় ১৭৫ বোতল হুইস্কি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
কসবায় ১৭৫ বোতল হুইস্কি জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল হুইস্কি জব্দ করেছে বর্ডার গার্ড বংলাদেশের (বিজিবি-১২) সদস্যরা।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে কসবা উপজেলার চকবস্তা, কাজিয়াতলী ও গোসাইস্থল সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম জানান, কসবা বিওপির জুনিয়র কর্মকর্তা সুবেদার মো. আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৫০ বোতল হুইস্কি ও একই উপজেলার কাজিয়াতলী সীমান্ত ফাঁড়ির টহল দল ১৩ বোতল এবং গোসাইস্থল সীমান্ত ফাঁড়ির টহল দল ১২ বোতল হুইস্কি জব্দ করে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।