ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর ৩ জেলার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
রাজশাহীর ৩ জেলার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলার নব-নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৩ জেলার ১৬টি পৌরসভার মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরসহ ২২৪ জন নবনির্বাচিত জনপ্রতিনিধি শপথ গ্রহণ করেছেন।



সোমবার (২৫ সাড়ে জানুয়ারি) বিকেল ৩টায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়।
 
রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহম্মদ মুনির হোসেন নবনির্বাচিত মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর পরিচালক আমিনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।