ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে বিএনপির ৭ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
সেনবাগে বিএনপির ৭ নেতাকর্মী কারাগারে ছবি: প্রতীকী

নোয়াখালী: নাশকতার মামলায় নোয়াখালীর সেনবাগ উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ সাত নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর চার নম্বর আমলী (সেনবাগ-চাটখিল) আদালতে (বিচারিক ম্যাজিস্ট্রেট) আত্মসমর্পণ করতে এলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম ইকবাল তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



আদালত সূত্র জানায়, ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সেনবাগ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ, দপ্তর সম্পাদক মজিবুর রহমান, সাত নম্বর ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাহারসহ বিএনপির সাত নেতাকর্মী সোমবার দুপুরে জামিনের আবেদন চেয়ে আদালতে আত্মসমর্পণ করেন। শুনানির পর বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।   

এর আগে ২০১৫ সালের ৭ নভেম্বর ২০ দলীয় জোটের সিপাহী বিপ্লবের কর্মসূচির সময় ককটেল ও নাশকতার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।