ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় অজ্ঞান পার্টির খপ্পরে যুবক, লাখ টাকা খোয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
উত্তরায় অজ্ঞান পার্টির খপ্পরে যুবক, লাখ টাকা খোয়া

ঢাকা: রাজধানীর উত্তরায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক বিদেশযাত্রী সঙ্গে খুইয়েছেন লাখ টাকা। মো. আরিফ (২৮) নামে ওই ব্যক্তি আজিমপুর রসুলবাগের ১৮০নং বাড়ির বাসিন্দা এবং দেলোয়ার হোসেনের ছেলে।


 
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে উত্তরা থানার জসিমউদ্দিন রোডে ২৭ নম্বর বাসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আরিফের চাচা তিলু মিয়া বাংলানিউজকে বলেন, সকালে আমি ও আরিফ মালয়েশিয়া যাওয়ার টিকিট নিশ্চিত করতে ১ লাখ টাকা নিয়ে উত্তরায় একটি অফিসে গিয়েছিলাম। একটি সমস্যার কারণে আজ টিকিট নিশ্চিত করতে পারিনি। পরে টাকা নিয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা দিতে ২৭নং বাসে উঠি। দু’জন আলাদা আলাদা সিটে বসি। ফার্মগেটের খামারবাড়ী এলাকায় এসে লক্ষ্য করি অারিফ ঘুমাচ্ছে আর মুখ দিয়ে ফেনা উঠছে। তা দেখে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে ঢামেক নতুন ভবনে আরিফ চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিলু মিয়া।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এজেডএস/জেডএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।