ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিনিয়োগে শীর্ষে গ্রামীণফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
বিনিয়োগে শীর্ষে গ্রামীণফোন

জাতীয় সংসদ ভবন থেকে: বিদেশি ফোন কোম্পানির মধ্যে দেশে বিনিয়োগে শীর্ষে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। পাঁচটি বিদেশি ফোন কোম্পানির ভেতর বিনিয়োগে দ্বিতীয় অবস্থানে রবি আজিয়াটা লিমিটেড।

আর বিনিয়োগ থেকে হাত গুটিয়ে নিয়েছে সিটিসেল নামে পরিচিত প্যাসিফিক বাংলাদেশ টেলিটক লিমিটেড।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরকালে সরকার দলীয় নওগাঁর সংসদ সদস্য (এমপি) মো. ইসরাফিল আলমের প্রশ্নের উত্তরে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসব তথ্য জানান।

সংসদে প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে গ্রামীণফোনের বিনিয়োগ ১ হাজার ৮৮১ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ১৮৫ টাকা। রবি আজিয়াটা লিমিটেডের রয়েছে ১ হাজার ৮২৫ কোটি ৬৩ লাখ ৮০ হাজার ৯১ টাকা। বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের বিনিয়োগ ১ হাজার ৩৮৪ কোটি ৭৭ লাখ ৭০ হাজার টাকা, এয়ারটেল লিমিটেড ৩৭৭ কোটি ২৪ লাখ ৭২ হাজার ৫৪৯ টাকা। কোনো প্রকার বিনিয়োগ নেই প্যাসিফিক বাংলাদেশ টেলিটক লিমিটেডের।

সরকার দলীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (নারায়ণগঞ্জ-১) তারকা চিহ্নত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬টি মোবাইল ফোন কোম্পানির বৈধ সিমের সংখ্যা ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৪১০টি (এসব বৈধভাবে চালু করা সিমের সংখ্যা টুজি এবং থ্রিজিসহ)।

এদিকে, গ্রামীণফোনের বৈধ সিম ৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৪১২টি, রবি আজিয়াটা লিমিটেডের ২ কোটি ৮৩ লাখ ১৬ হাজার ৯৫৮টি, বাংলালিংকের ৩ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ১১৬টি, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ১ কোটি ৭  লাখ ৯ হাজার ৬৬০টি, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড ১০ লাখ ৬ হাজার ৬৮৪টি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ৪১ লাখ ৪২ হাজার ৫৮০টি।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।