ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিশু সামিউল হত্যা মামলায় আরও ২ জনের সাক্ষ্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
শিশু সামিউল হত্যা মামলায় আরও ২ জনের সাক্ষ্য ছবি: প্রতীকী

ঢাকা: শিশু সামিউল আজম ওয়াজি (৫) হত্যা মামলায় আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

রোববার (২৫ জানুয়ারি) ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল হকের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।



সাক্ষীরা হলেন-আদাবর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ছবির উদ্দিন শিকদার ও জনৈক গোবিন্দ লাল রায়।

পরে বিচারক আগামী ৭ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন। এনিয়ে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

সন্তানের ঘাতক সন্দেহে আটক মা আয়েশা হুমায়রা এশা জামিনে থেকে আদালতে হাজির ছিলেন। কথিত প্রেমিক শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কু হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক আছেন।

২০১২ সালের ১ ফেব্রুয়ারি নিহত শিশুর মা আয়েশা হুমায়রা এশা ও তার কথিত প্রেমিক বাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

২০১১ সালের ২৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার এসআই সাহান হক তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি আয়েশা হুমায়রা এশা ও কেএম আজম দম্পতির একমাত্র সন্তান খন্দকার সামিউল আজিম ওয়াফি।

২০১২ সালের ২২ জুন বিকেল সাড়ে ৫টায় নিহত ওয়াফি বাসার সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে ২৪ জুন আদাবরের নবোদয় হাউজিং সোসাইটি তার মরদেহ থেকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত শিশুর বাবা আজম বাদী হয়ে গত বছরের ২৪ জুন আদাবর থানায় একটি মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।