ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে তাপমাত্রা বাড়লেও শীত কমেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
রাজশাহীতে তাপমাত্রা বাড়লেও শীত কমেনি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: শীতের কাঁপনে কাবু হয়ে পড়েছে পদ্মাপাড়ের মানুষ। টানা শৈত্যপ্রবাহে ছিন্নমূল ও কর্মজীবী মানুষগুলো যারপরনাই দুর্ভোগ পোহাচ্ছেন।



সোমবার (২৫ জানুয়ারি) রাজশাহী অঞ্চলের তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের প্রকোপ কমেনি।

রোববার (২৪ জানুয়ারি) সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক ফিরোজা বেগম জানান, সোমবার সকাল ৬টায় রাজশাহীর এই সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আর্দ্রতা ছিলো ১০০ শতাংশ। এছাড়া সন্ধ্যা ৬টায় ছিল ৮৩ শতাংশ।

এদিকে, সকাল থেকে ঘন কুয়াশায় আকাশ ঢেকে থাকলেও দুপুর ১২টার পর সূর্যের মুখ দেখা যায়। তবে বিকেল না গড়াতেই মেঘের মধ্যে মিলিয়ে যায়।

সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে ভারি যান চলাচল করে আলো জ্বালিয়ে। শীতের তীব্রতায় কাতর হয়ে পড়েন কর্মজীবী মানুষ, শিশু ও ছিন্নমূল মানুষগুলো।
 
মাঝারি শৈত্যপ্রবাহে মানুষের স্বাভাবিক চলাফেরা ও কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। উত্তরের হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। শীতের কারণে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।