ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আলতাফ মাহমুদের স্মরণে বগুড়ায় শোকসভা মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আলতাফ মাহমুদের স্মরণে বগুড়ায় শোকসভা মঙ্গলবার

বগুড়া: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে বগুড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৬ জানুয়ারি) স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে।

সোমবার (২৫ জানুয়ারি) রাতে ৮টার দিকে বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সাধারণ সম্পাদক জে এম রউফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়াত সাংবাদিক নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিইউজে তিনদিনের শোক ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার কর্মসূচির শেষ দিনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিইউজে’র সব সদস্যসহ বগুড়ায় কর্মরত সাংবাদিক ও প্রয়াত সাংবাদিক নেতার গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ রোববার (২৪ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমবিএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।