ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্মাণশিল্পিদের আরও দক্ষ করে গড়ে তুলতে রাজমিস্ত্রি সম্মেলন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট।  

সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কুড়িলের একটি রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে অংশ নেন ঢাকা ও এর আশপাশের রাজমিস্ত্রিরা।
 
সম্মেলনে রাজমিস্ত্রিরা বসুন্ধরা সিমেন্টের নানা গুণের কথা তুলে ধরেন। আগত অতিথিরাও রাজমিস্ত্রিদের দক্ষ ও সচেতন হওয়ার বিষয়ে বক্তব্য রাখেন।

গাজীপুর থেকে কর্মশালায় অংশ নেন রাজমিস্ত্রি আনিসুর রহমান। বসুন্ধরা সিমেন্টের বিষয়ে তিনি বলেন, ২০ বছর ধরে আমি রাজমিস্ত্রি। সিমেন্টের রঙ সাদা নাকি কালো সেটা প্রধান বিষয় নয়। সিমেন্ট শক্তিশালী কি-না, সেটা আগে দেখতে হবে। নির্মাণের সব ধরণের গুণাগুণ বসুন্ধরা সিমেন্টে রয়েছে, যে কারণে আমাদের সাইটে এই সিমেন্ট ব্যবহার করা হয়।
 
সম্মেলনে রাজমিস্ত্রিদের জানানো হয়, দেশের সর্বোচ্চ উৎপাদনক্ষম আধুনিক কারখানা রয়েছে একমাত্র বসুন্ধরা সিমেন্টের। দেশের সবচেয়ে বেশি সিমেন্ট (৫ দশমিক ৫ মিলিয়ন টন) উৎপাদন করছে এই প্রতিষ্ঠানটিই।
 
উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করা হচ্ছে জার্মান প্রযুক্তির ভিআরএম, যা সিমেন্টের সূক্ষ্মতা বাড়িয়ে দেয় এবং স্থাপনার দীর্ঘস্থায়ী শক্তির নিশ্চয়তা দেয়। বসুন্ধরা সিমেন্টের কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপে স্বয়ংক্রিয় কম্পিউটারাইজড প্রযুক্তি অনুসরণ করা হয়।
 
বসুন্ধরা সিমেন্টের অন্যতম প্রধান উপাদান স্ল্যাগ। এই স্ল্যাগ ক্ষতিকর সালফার এবং ক্লোরাইড প্রতিরোধক। ফলে, বসুন্ধরা সিমেন্টে সালফার ও ক্লোরাইড রেসিস্ট্যান্স সিমেন্ট হিসেবেও ব্যবহার করা যায়।
 
ভালো সিমেন্ট চেনার উপায় ও গুণাগুণের বিষয়ে সম্মেলনে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে উঠে আসে দেশের নানা স্থাপনার নির্মাণশৈলীর নানা চিত্র। যেমন পদ্মাসেতু, পদ্মাসেতু প্রকল্পের নদীশাসন, পদ্মাসেতু অ্যাপ্রোচ রোড ইত্যাদি প্রকল্পের কাজ। যেখানে ব্যবহার করা হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।
 
এমনকি খুলনার রুপসা সেতু, রংপুরের তিস্তা সেতু, ভৈরবের দ্বিতীয় রেল সেতু, আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট ও নগরীর সিভিল অ্যাভিয়েশনসহ দেশের নানা নির্মাণ কাজেও বসুন্ধরা সিমেন্ট সুনাম কুড়িয়েছে বলে জানানো হয় সম্মেলনে।
 
সম্মেলনের প্রধান অতিথি বসুন্ধরা সিমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মাহমুদুল হাসান বলেন, একটি ঘর একটি স্থাপনা একজন মানুষের লালিত স্বপ্ন। এই স্বপ্ন বুনতে বসুন্ধরা সিমেন্ট সবসময় পাশে থাকবে।
 
রাজমিস্ত্রিদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের নিয়ে মতবিনিময় সভা প্রতিনিয়তই হবে। নির্মাণশিল্পী হিসেবে আপনারা আমাদের পথ দেখাবেন। আপনাদের সঙ্গে নিয়ে দীর্ঘপথ পাড়ি দিতে চায় বসুন্ধরা সিমেন্ট। বাড়ি-ঘর নির্মাণ করতে গিয়ে অনেকেই হয়তো সিদ্ধান্তহীনতায় ভোগেন- কোন সিমেন্ট ব্যবহার করবেন। আপনারা সবার কাছে বসুন্ধরা সিমেন্টের গুণাগুণ তুলে ধরবেন।
 
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের ডিভিশনাল সেলস ম্যানেজার শওকত ওসমান, এরিয়া সেলস ম্যানেজার ‍মাইনুল হাসান ও বসুন্ধরা সিমেন্টের নির্বাহী (সেলস) মহিউদ্দিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।