ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে সাড়ে ৩২ কেজি স্বর্ণ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
শাহজালালে সাড়ে ৩২ কেজি স্বর্ণ জব্দ ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা মালিন্দো এয়ারের একটি ফ্লাইট থেকে ৩২ কেজি সাতশ’ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

সোমবার (২৫ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে শাহজালালে অবতরণের পর মালিন্দো এয়ারের ওডি ১৬২ ফ্লাইটের সিটের নিচে মুড়িয়ে রাখা এ স্বর্ণ জব্দ করা হয়।



বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার।

তিনি বলেন, মালয়েশিয়া থেকে আসা মালিন্দো এয়ারের সিট কাভারের নিচে ২৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। সবগুলো স্বর্ণ সিটের নিচে সাদা ও কালো রংয়ের টেপ দিয়ে মোড়ানো ছিল। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা।

এছাড়া, মালিন্দো এয়ারের ওই উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জানুয়ারি, ২৬, ২০১৬/আপডেট ০২০৪ ঘণ্টা
এসজেএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।