ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ফেনী জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী জেলা প্রশাসক হুমায়ুন কবির খোন্দকারকে বিদায় সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিভিন্ন সংগঠন।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে পরশুরাম উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।



সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত জেলা প্রশাসক হুমায়ুন কবির খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল হক, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।

উপজেলা নির্বাহী অফিসার মনোয়ারা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মোস্তফা মোস্তাকুর রহিমের পরিচালনায় বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহাম্মেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আলম, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম চৌধুরী, বিআরডিবির চেয়ারম্যান মো. ইয়াছিন শরীফ মজুমদার, মির্জানগর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো।

অনুষ্ঠানে হুমায়ুন কবির খোন্দকার বলেন, ফেনী হলো অগ্রসরমান সম্ভাবনাময়ী জেলা। এ জেলার মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং শান্তিপ্রিয়। আশা করছি ভবিষ্যতে যে জেলা প্রশাসকই আসবেন, তিনি ভালোভাবেই তার দায়িত্ব পালন করতে পারবেন।

এদিন জেলা প্রশাসককে আরও বিদায় সংবর্ধনা দিয়েছে ফেনী পৌরসভা, ফেনী শহর ব্যবসায়ী সমিতি, দাগনভূঞা উপজেলা প্রশাসন, দাগনভূঞাঁ প্রেসক্লাব ও জয়লস্কর ইউনিয়ন।

হুমায়ুন কবির খোন্দকারের স্থলাভিষিক্ত হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আমিন উল আহসান।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।