ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
শাহজাদপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় বাবা-মা ও সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।



মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোরে পৌর এলাকার দ্বাড়িয়াপুর এলাকার নবকুমার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনি মিয়ার ছেলে দর্জি আবু বক্কার (৩২), তার স্ত্রী আরবী বেগম (২৫) ও ছেলে ছাব্বির হোসেন (৬)। আহতরা হলেন প্রতিবেশী মজনু মিয়া (৪২) ও তার ছেলে সৌরভ (৯)। তাদের শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গুড় বোঝাই একটি ট্রাক দ্বাড়িয়াপুর বাজারে আসছিল। বাজারের অদূরে নব কুমার ব্রিজের কাছে পৌঁছার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি কুঁড়ে ঘরে ঢুকে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই স্ত্রী-পুত্রসহ দর্জি আবু বক্কার মারা যান। এ ঘটনায় তার প্রতিবেশী মজনু ও তার ছেলে সৌরভ গুরুত্বর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতদের শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬/আপডেট: ১০৫৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।