ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
দৌলতপুরে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ট্রাকচাপায় কেরামত আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় রেনিস আলী (২৬) নামে এক যুবক আহত হয়েছেন।

 
 
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আল্লারদরগা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
 
নিহত কেরামত আলী উপজেলার আমদহ গ্রামের মৃত আলীজানের ছেলে এবং আহত রেনিস আলী পাটুয়াকান্দি গ্রামের একরাম হোসেনের ছেলে।  
 
স্থানীয়রা জানায়, সিমেন্ট বোঝাই একটি ট্রাক আল্লারদরগা বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পথচারী রেনিস আলীকে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সাইকেল আরোহী কেরামত আলীকে ধাক্কা দেয়।  
 
এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কেরামত আলী ঘটনাস্থলেই মারা যান। রেনিস আলীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।  
 
ট্রাকচাপায় হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবহন চলাচল স্বাভাবিক হয়।  
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হওয়ার পর উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।