ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ডিভোর্স দেওয়ায় স্ত্রীর হাত-পায়ের রগ কর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
গোপালগঞ্জে ডিভোর্স দেওয়ায় স্ত্রীর হাত-পায়ের রগ কর্তন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ডিভোর্স দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সাবেক স্ত্রী সিলভা বিশ্বাসকে (২৩) এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে স্বামী সুকান্ত সরকার।

এছাড়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।

এ সময় সিলভা বিশ্বাসের মা নির্মলা বিশ্বাস (৫০) ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

সোমবার (২৫ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর টুঠামান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই গুরুতর আহত সিলভা ও তার মাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সিলভা বিশ্বাস বলেন, ২০০৮ সালে কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামের সুকান্ত সরকারের সঙ্গে আমার বিয়ে হয়। এরপর থেকে আমি স্বামীর সঙ্গে ঢাকার বংশালে একটি ভাড়া বাসায় বসবাস করতে থাকি। বিয়ের কিছুদিন পরেই আমি জানতে পারি সুকান্ত সরকার ঢাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ কারণে ২০১৫ সালের এপ্রিল মাসে আমি তাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামে চলে আসি। তখন থেকে আমি বাবার বাড়িতেই থাকি। এতে ক্ষিপ্ত হয়ে সুকান্ত সোমবার রাতে আমার ওপর এধরনের হামলা চালায়।

গোপালগঞ্জ সদর হাসপাতালের অর্থোপেডিক্স চিকিৎসক এ এস এম জুলফিকার জানান, সিলভা বিশ্বাসের হাত ও পায়ের রগ কেটে গেছে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া  হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক সওগাতুল আলম বাংলানিউজকে বলেন, সিলভার ডিভোর্স প্রাপ্ত স্বামীসহ চার/পাঁচজন সন্ত্রাসী রাতে সিলভার বাবার বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ও তার মাকে কুপিয়ে গুরুতর আহত করেছে।

দুপুরে এ প্রতিবেদন লেখার থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।