ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ভালুকায় সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ইয়াকুব আলী আবির (২৫) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।



মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভালুকার মেহেরবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইয়াকুব আলী আবির জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তাৎক্ষনিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভালুকার ভরাডুবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মারুফ রহমান বাংলানিউজকে জানান, অ্যাম্বুলেন্সে করে নিহত আবির তার বোনের সদ্যজাত মৃত সন্তানকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ট্রাক অ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গেলে আবিরসহ তিনজন আহত হন। পরে গুরুতর অবস্থায় আবিরকে মমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভালুকার নিশিন্দা এলাকা থেকে ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলেও জানান মারুফ রহমান।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এমআইকে/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।