ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘সীমাবদ্ধতার মধ্যেও সুনাম বয়ে আনছে পুলিশ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
‘সীমাবদ্ধতার মধ্যেও সুনাম বয়ে আনছে পুলিশ’

ঢাকা: ‘নানা সীমাবদ্ধতার মধ্যেও পুলিশ সদস্যরা তাদের কাজ দিয়ে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছেন। আমি দেশের বাইরে গেলে সে দেশের জনগণ ও কর্মকর্তারা বাংলাদেশের পুলিশের কাজের প্রশংসা করেন।

তারা দেশের সুনাম বয়ে আনছেন। ’

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্যারেড অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ‍ুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশে আরও ৫০ হাজার লোকবল নিয়োগে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন, এরইমধ্যে সে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করছি খুব দ্রুত তা বাস্তবায়ন করা হবে।

এ সময় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) মো. মোখলেছুর রহমান বলেন, একজন সদস্য বা ব্যক্তির ভুলের কারণে গোটা বাহিনীর প্রতি যে কালিমা লিপ্ত করা হয়, তা কোনো মতেই কাম্য নয়। এতে যারা কাজ করেন তাদের মনোবল অনেক সময় ভেঙে যায়।

‘কেউ অপরাধ করলে তার অপরাধ ঢালাও ভাবে প্রচার করা হয়। কিন্তু পরবর্তীতে তাদের যে শাস্তি দেওয়া হয় তা আর খবরে আসে না,’ বলেন তিনি।  

তাই এসব বিষয় যাতে না হয় সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবের প্রতি অনুরোধ জানান এআইজিপি মোখলেছুর রহমান।  

এ সময় পুলিশ ভ্যানের অপর্যাপ্ততাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তিনি।   পরে এসব সমস্যা সমাধানে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এনএ/এনএইচএফ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।