ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় পিস্তল-গুলিসহ সন্ত্রাসী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
শার্শায় পিস্তল-গুলিসহ সন্ত্রাসী আটক ছবি: প্রতীকী

বেনাপোল(যশোর): যশোরের শার্শা উপজেলার পল্লী থেকে একটি ওয়ান শ্যুটার পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি রামদাসহ ইমরান (২৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কেষ্টপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

তিনি ওই গ্রামের কামরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য কয়েকজন সন্ত্রাসী একত্রিত  হয়ে গোপন বৈঠক করছে, এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ইমরান নামে এক সন্ত্রাসীকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি রামদা পাওয়া যায়। তবে এ সময় অন্যরা পালিয়ে যায়।

শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বায়েজিদ হোসেন বাংলানিউজকে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্মকাণ্ডের অভিযোগ রয়েছে। অস্ত্র আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।