ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
শিবগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলার চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সাবেক সম্পাদক আনোয়ার হাসান আনু মিঞার প্রধান পৃষ্ঠপোষকতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।



মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হরিপুর চাতরা নতুন বাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চককীর্তি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিকুল ইসলাম তারিক মিঞা।

এসময় আরও উপস্থিত ছিলেন- চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।