ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় এতিমের জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ভালুকায় এতিমের জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) ডা. এম আমান উল্লাহর ভাতিজা তরিকুল ইসলাম তারেক কর্তৃক এক এতিমের কোটি টাকা মূল্যের জমি দখলের চেষ্টার প্রতিবাদে মনববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচি পালন করেছে হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি ময়মনসিংহ জেলা শাখা ও স্থানীয় এলাকাবাসী।



মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কে ভালুকা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে জমির মালিক আল মুনাদী বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে তার বাবা মৃত লিয়াকত আলী বিভিন্ন জনের কাছ থেকে সাড়ে ২৬ শতাংশ জমি ক্রয় করে নামজারি ও জমাখারিজের পর দীর্ঘদিন ধরে ভোগ দখলে ছিলেন। ইদানিং ওই জমির দাম বৃদ্ধি পাওয়ায় জমির ওপর নজর পড়েছে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এম আমান উল্যাহ ভাতিজা তরিকুল ইসলাম তারেকের।

কান্না জড়িত কণ্ঠে আল মুনাদী বলেন, এ জমিই আমাদের শেষ সম্বল। জমির জন্য আমাকে নানা সময় মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, জমি দখলের চেষ্টা এমপির ভাতিজার লোকজন করেছিল। পরে পুলিশ গেলে তারা পালিয়ে যান।

তবে মানববন্ধনের বিষয়টি তার জানা নেই বলে জানান।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।