ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
তাড়াশে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় আহত খোরশেদ আলম (৫০) মারা গেছেন।

খোরশেদ আলম পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ গ্রামের আলী আহম্মেদের ছেলে।



মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশে মহিষলুটি এলাকায় গাড়ি থেকে নামতে গিয়ে তিনি আহত হন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওয়াসিম কুমার ঘোষ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খান মরিচ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, সোমবার বিকেলে খোরশেদ আলম বগুড়া থেকে ফেরার পথে মহিষলুটিতে বাস থেকে নামতে গিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।