ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সঠিক পথেই ধাবিত বাংলাদেশ, মার্কিন জরিপের তথ্য

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
সঠিক পথেই ধাবিত বাংলাদেশ, মার্কিন জরিপের তথ্য

ঢাকা: বাংলাদেশ বর্তমানে সঠিক নির্দেশনাতেই এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন অধিকাংশ বাংলাদেশি নাগরিক। যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক থিংকট্যাংক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (ইরি) এর সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে।



ইরি’র ওয়েবসাইটে ‘ইরি’স সেন্টার ফর ইনসাইট পোল: অপটিমিজম গ্রোয়িং ফর বাংলাদেশ’স ইকোনোমিক ফিউচার’ শীর্ষক শিরোনামে সোমবার (২৫ জানুয়ারি) এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

২০১৫ সালের ৩০ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ইরি’র সেন্টার ফর ইনসাইট বাংলাদেশের সাতটি বিভাগের ৬৪টি জেলায় এ জরিপ পরিচালনা করে। এতে অংশ নেন ২ হাজার ৫৫০ জন প্রাপ্ত বয়স্ক বাংলাদেশি নাগরিক।

জরিপে অংশগ্রহণকারীদের ৬৪ শতাংশই মনে করেন বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। তারা মনে করছেন শিক্ষা, পরিবহন ও অর্থনীতির ব্যাপক উন্নয়নের কারণেই বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। পক্ষান্তরে মাত্র ৩২ শতাংশ মনে করছেন দেশ ভুল পথে রয়েছে। তবে এজন্য রাজনীতিকে দায়ী করছেন তাদের মাত্র অর্ধেক।

এছাড়া দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন অধিকাংশ অংশগ্রহণকারী। জরিপে শতকরা ৮০ ভাগ অংশগ্রহণকারী বলেছেন বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক। একই বছরের জুন মাসে করা সংস্থার অপর একটি জরিপের ফলাফল থেকে এই হার ১২ শতাংশ বেশি।
 
দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে আশাবাদ ব্যক্ত করেছেন অধিকাংশ অংশগ্রহণকারী। শতকরা ৮০ ভাগ বলেছেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুবই ভালো অথবা ভালো পর্যায়ে রয়েছে। এছাড়া এ বছর নিজেদের ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের ব্যাপারে আশাবাদী শতকরা ৭২ ভাগ অংশগ্রহণকারী। প্রতি দশজনের নয়জনই জানিয়েছেন পরিবারের মৌলিক চাহিদা মেটাতে পারছেন তারা।

বর্তমান সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন শতকরা ৭২ ভাগ অংশগ্রহণকারী যা গত জুনের জরিপের হারের থেকে ৬ শতাংশ বেশি। সরকার তার দায়িত্ব সঠিকভাবেই পালন করছে বলে মনে করেন তারা।

তবে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে সরকারি উদ্যোগে ঘাটতি আছে বলে মনে করেন ৪৯ শতাংশ অংশগ্রহণকারী। পক্ষান্তরে ৪৭ শতাংশ মনে করেন দুর্নীতির বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিচ্ছে সরকার।
 
এছাড়া গণতন্ত্রের বদলে অর্থনীতিকেই বেশি গুরুত্ব দেয়ার প্রবণতা বাড়ছে দেশের জনগণের মধ্যে। গণতন্ত্রের থেকে অর্থনৈতিক সমৃদ্ধি বেশি গুরুত্বপূর্ণ এই ধারণা পোষণ করছেন ৪৫ শতাংশ অংশগ্রহণকারী। অথচ গত জরিপে এই হার ছিলো মাত্র ২৭ শতাংশ।

মাত্র ৫১ শতাংশ অংশগ্রহণকারী অর্থনৈতিক সমৃদ্ধির থেকে গণতন্ত্রকে বেশি গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন। অথচ একই বছরের গত জুনে এই ধারণা পোষণ করতেন ৬৮ শতাংশ।

তবে সামগ্রিকভাবে অংশগ্রহণকারীদের ৮৮ শতাংশ মনে করেন বেশ কিছু ত্রুটি থাকা সত্ত্বেও গণতন্ত্রই সঠিক ও উপযুক্ত শাসন পদ্ধতি।

এ ব্যাপারে ইরি এশিয়ার আঞ্চলিক পরিচালক ডেরেক লুটেন বলেন, বাংলাদেশের জনগণের জন্য অর্থনীতিই বেশি গুরুত্বপূর্ণ এই জরিপে এটি পরিষ্কার। তবে বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা ভবিষ্যতে বজায় রাখার ব্যাপারে সামগ্রিক স্থিতিশীলতাই বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক থিংকট্যাংক ইরি’র দি সেন্টার ফর ইনসাইট এর রয়েছে জনমত জরিপ গবেষণার দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা। ২০০৮ সাল থেকে বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির ওপর জরিপ পরিচালনা করে আসছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।