ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসীদের বিনিয়োগ বাধা দূর করবে সরকার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
প্রবাসীদের বিনিয়োগ বাধা দূর করবে সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি

ঢাকা: সরকার প্রবাসীদের বিনিয়োগে সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করে যে কোনো ধরনের বিনিয়োগ বাধা দূর করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিটিশ বাংলাদেশ বাণিজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।



নুরুল ইসলাম বিএসসি বলেন, বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। বর্তমানে ৭১টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মী প্রেরণ করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিনিয়োগ বান্ধব। বিনিয়োগের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা সরকারের রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার প্রতিনিধিদলের সদস্যদের মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিত করেন।

ব্রিটিশ বাংলাদেশ দলের ১৭ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দেন মেজবাউর রহমান, চেয়ারম্যান দেশ ফাউন্ডেশন, ইউকে। সাক্ষাৎকালে বিনিয়োগের বিষয়ে প্রতিনিধিদলের মনোয়ার হোসেন, নাজিনুর রহিম, সেলিম আহমেদ সিদ্দিক এবং মজিবুর হক তাদের মতামত দেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।