ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আরইউজেতে সাংবাদিক আলতাফ মাহমুদ স্মরণসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরইউজেতে সাংবাদিক আলতাফ মাহমুদ স্মরণসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে এক স্মরণসভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি প্রয়াত আলতাফ মাহমুদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) আরইউজের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সাংবাদিকরা শ্রদ্ধা জানান।

এসময় তার অবদানের কথা স্মরণ করেন রাজশাহীর সাংবাদিকরা।

একইসঙ্গে তার আদর্শ অনুসরণ করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয় এ স্মরণসভা থেকে।

বক্তারা বলেন, আলতাফ মাহমুদ সবসময় সাংবাদিকদের কল্যাণ ও অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। অন্যয়ের সঙ্গে কখনো আপস করেননি। সাদাসিধে জীবনযাপন করতেন তিনি। তার মৃত্যুতে দেশ এক সৎ ও নির্ভীক সাংবাদিককে হারিয়েছে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএফইউজের সাবেক সদস্য কাজী গিয়াস, বিএফইউজে সদস্য জাবীদ অপু, আনিসুজ্জামান, সিনিয়র সাংবাদিক শরীফ সুমন, তানজিমুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব আলম ও রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুল হক প্রমুখ।

সভার শুরুতেই আলতাফ মাহমুদ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে আলতাফ মাহমুদের মৃত্যুতে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন তিনদিনের শোক কর্মসূচির ঘোষণা করে। কর্মসূচির মধ্যে রোববার (২৪ জানুয়ারি) কালোব্যাজ ধারণ ও শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। সোমবার (২৫ জানুয়ারি) তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএস/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।