ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ পেলেন দুদক কমিশনার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ পেলেন দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ

ঢাকা: যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড কেনেডি স্কুলে ‘Building Capacity to Use Research Evidence (BCURE) International Training of Trainers’ কোর্সে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ আমন্ত্রণ পেয়েছেন তিনি।



আগামী ৮ থেকে ১০ ফেব্রুয়ারি এ ট্রেনিং কোর্স অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার (২৬ জানুয়ারি) জানিয়েছেন উপ-পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) প্রণব কুমার ভট্টচার্য্য।

এ বিষয়ে তিনি বলেন, কোর্সে বিশ্বের খ্যাতনামা অধ্যাপকরা গবেষণা ও পলিসি প্রণয়নের ওপর বক্তব্য রাখবেন। ওই ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য ড. নাসিরউদ্দীন ৬ ফেব্রুয়ারি বোস্টনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিনি দেশের তথ্যভিত্তিক পলিসি প্রণয়নে অবদান রাখতে চান।

ড. নাসিরউদ্দীন আহমেদ ২০১৩ সালের ২৭ জুন দুদকের কমিশনার হিসেবে যোগ দেন। এর আগে তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এডিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।