ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পল্লবীতে ডিএনসিসির নগর ভবন!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পল্লবীতে ডিএনসিসির নগর ভবন!

জাতীয় সংসদ ভবন থেকে: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার খাস জমিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য নগর ভবন নির্মাণের বিষয়টি সরকারের বিবেচনাধীন। দক্ষিণের মতো উত্তরেও নগর ভবন নির্মিত হবে বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।



মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে ঢাকা-১৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্’র প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

ইলিয়াস উদ্দিন মোল্লা পল্লবী এলাকার খাস জমিতে প্রস্তাবিত নগর ভবন নির্মাণের দাবি জানিয়ে মন্ত্রীর কাছে জানতে চান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নগর ভবন আছে। কিন্তু উত্তর সিটি করপোরেশনে কোনো নগর ভবন নেই। আমার নির্বাচনী এলাকার পল্লবীতে অনেক সরকারি জায়গা ও খাস জমি আছে। যদি উত্তরের নগর ভবন এই এলাকায় স্থাপন করা হয় তাহলে সব ক্ষেত্রে সুবিধা হবে। উত্তর সিটির নগর ভবন পল্লবীতে স্থাপন করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারের আছে কি না?

জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভৌগোলিক সীমানা, বর্তমান ৫টি আঞ্চলিক কার্যালয়ের সাথে সহজ যোগাযোগ, নগরবাসীর কাছে গ্রহণযোগ্য একটি দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী সমৃদ্ধ নগর ভবন নির্মাণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন সরকারি খাস জমি বা অন্য যেকোন সুবিধাজনক স্থানে জায়গা নির্ধারণের পদক্ষেপ নিয়েছে।
 
এ ক্ষেত্রে ঢাকা-১৬ আসনের পল্লবী এলাকায় বিভিন্ন সরকারি খাস জমি ও প্রস্তাবিত নগর ভবন নির্মাণের বিষয়ে বিবেচনাধীন রয়েছে। নগর ভবন নির্মাণের স্থান নির্ধারণে বর্তমানে যাচাই-বাচাই পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
 
তিনি আরও বলেন, চূড়ান্ত যাচাই-বাচাই পূর্বক নগরবাসীর সেবা প্রদানে সহায়ক সুবিধাজনক স্থানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণের কার্যক্রম শুরু হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।