ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরা পশ্চিম থানার এসআই’সহ ৩ পুলিশ বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
উত্তরা পশ্চিম থানার এসআই’সহ ৩ পুলিশ বরখাস্ত

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং একজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তরুণ-তরুণীকে আটকে টাকা আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের সাময়িক বরখাস্ত করা হলো।



অভিযুক্তরা হলেন, উপ-পরিদর্শক রউফ বাহার, সহকারী উপ-পরিদর্শক ফারুক এবং কনস্টেবলের নাম জানা যায়নি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক-রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

তিনি জানান, শনিবার (২৩ জানুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানার এক উপ-পরিদর্শক (এসআই), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

ওই থানার একটি সূত্র জানায়, রাজধানীর উত্তরায় দুই তরুণ-তরুণীকে আটকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে এই তিনজনকে সাময়িকভাবে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বর্তমানে তাদের ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬/আপডেট ১৯৫০
এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।