ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে চশমা-সাদাছড়ি পেলো ৭৬ শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পলাশবাড়ীতে চশমা-সাদাছড়ি পেলো ৭৬ শিশু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫২ জন দৃষ্টিশক্তিসম্পন্ন শিশুকে চশমা ও ২৪ জন অন্ধ শিশুকে সাদাছড়ি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিনামূল্যে তাদের মধ্যে চমশা ও সাদাছড়ি বিতরণ করা হয়।



এ সময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর আক্তার বানু শিফন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ কবির, উপজেলা সমাজসেবা অফিসার বেগম মোস্তারী, চাইল্ড সাইট ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার অমিয় কুমার সরকার ও পলাশবাড়ীর কমিউনিটি ম্যানেজমেন্ট সেন্টারের (সিএমসি) প্রধান নির্বাহী আমিনুল ইসলাম সরদার প্রমুখ।   

এরআগে গত ৫ জানুয়ারি পলাশবাড়ী এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলার ১১ ইউনিয়নের দুই শতাধিক চক্ষু রোগীদের বিশেষজ্ঞ ডাক্তারদের সহায়তায় চক্ষু পরীক্ষা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। সে সময় এই ৭৬ শিশুকে চমশা ও সাদাছড়ির জন্য বাছাই করা হয়।

ইউএসএআইডির আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা চাইল্ড সাইট ফাউন্ডেশন অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধীদের বিনামূল্যে এ সেবা দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।