ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জিয়ানগরে বাসচাপায় ২ এএসআই আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
জিয়ানগরে বাসচাপায় ২ এএসআই আহত

পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বাসের চাপায় পুলিশের দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জিয়ানগর-সন্ন্যাসী সড়কের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



আহতরা হলেন, পিরোজপুরের ইন্দুরকানি থানায় কর্মরত এএসআই সেলিম সরদার (৫০) ও এএসআই মোহসিন (৫৫)।

ইন্দুকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বাংলানিউজকে জানান, ওই দুই এএসআই একটি মামলার তদন্তে জিয়ানগর থেকে বালিপাড়া যাচ্ছিলেন। পথে নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় পড়ে গেলে বাসটি তাদের পায়ের ওপর দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতাল নেয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।