ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিপিএম পদক পেলেন এসএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
বিপিএম পদক পেলেন এসএমপি কমিশনার

সিলেট: বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক (বিপিএম) সেবা পদক পেয়েছেন সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. কামরুল আহসান।

পুলিশ সপ্তাহ-২০১৬ উপলক্ষে মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহণ করেন তিনি।



মো. কামরুল আহসান ২০১৪ সালের ২০ অক্টোবর থেকে সিলেট মেট্টোপলিটনের পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৯৬৬ সালে পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর ত্রিধারা বিধৌত উত্তর ইমামপুর গ্রাম চাঁদপুরে জন্মগ্রহণ করেন।

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ঢাকা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করে ১৯৯১ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগ দেন কামরুল।

মৌলিক ও বাস্তব প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ি জেলার সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়িত হওয়ার পর যথাক্রমে তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী সার্কেল এএসপি, এএসপি ডিএসবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি, ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পেশা জীবনে শরীয়তপুর, চট্টগ্রাম ও যশোর জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) ও অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) এবং রেলওয়ে রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

চাকরির শুরুতে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণের পাঠ্যক্রমে (একাডেমিক) শ্রেষ্ঠত্ব অর্জন করায় ‘আইজিপি শিল্ড’ অর্জন করেন কামরুল।

মালয়েশিয়া, ভিয়েতনাম, আমেরিকা ও ইটালিতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে তিনি বিভিন্ন সময়ে দায়িত্বের অংশ হিসেবে থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, মিশর, গায়ানা, গাম্বিয়া, বাহরাইন, সৌদিআরবসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন।

আন্তর্জাতিকভাবে স্বনামধন্য পুলিশ কর্মকর্তা মো. কামরুল আহসান জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ‘পুলিশ এডভাইজার’ হিসেবে সিয়েরা-লিওন ও সুদানে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করেছেন সুদান মিশনের কন্টিনজেন্ট কমান্ডার হিসেবেও। এসময় তাকে জাতিসংঘ শান্তিপদক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এনইউ/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।