ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ধুনটে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় তিন শতাধিক দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে যুব রেড ক্রিসেন্ট বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ধুনট উপজেলার বথুয়াবাড়ী বাজার চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।



কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস্-উল আলম জয়।

এসময় অনেকের মধ্যে কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলাম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান আলী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক বিদ্যুৎ কুমার সাহা, স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম শফু, মাহতাব আলী, মোজাম্মেল হক মণ্ডল, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও খানপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁন মিয়া মণ্ডল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।