ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় অটোরিকশা যাত্রী নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
নেত্রকোনায় অটোরিকশা যাত্রী নারী নিহত ছবি: প্রতীকী

নেত্রকোনা: নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত পরিচয়ের অটোরিকশা যাত্রী এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার ঈশপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে কেন্দুয়া উপজেলায় ব্যাটারি ও সিএনজিচালিত দুই অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নাসিমা সুলতানা (৩২) নামে এক স্কুল শিক্ষিকা আহত হয়েছেন। সন্ধ্যার দিকে উপজেলার রামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্য জানিয়ে নাসিমার খালাতো ভাই স্কুল শিক্ষক লাইমুন বাংলানিউজকে বলেন, আঘাত গুরুতর হওয়ায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক নাসিমাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।