ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যোগাযোগ-বাণিজ্যে সরকারের সফলতা বেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
যোগাযোগ-বাণিজ্যে সরকারের সফলতা বেশি ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

বেনাপোল(যশোর): অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, দেশকে সামনে এগিয়ে নিতে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এ সরকারের সফলতা সবচেয়ে বেশি। চার দেশের মধ্যে স্বাক্ষরিত ফ্রি মুভমেন্ট ভিইকেল (বিবিআইএন) ইতোমধ্যে বাস্তবায়ন করেছে সরকার।

এতে দ্রুত পণ্য পরিবহনে উভয় দেশের ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে মঙ্গলবার(২৬ জানুয়ারি) দুপুরে বেনাপোল কাস্টমস অডিটরিয়ামে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-কলকাতা-আগরতলা বাস সার্ভিস চালুর মাধ্যমে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত আরও সহজ হয়েছে। আমদানি পণ্য শুল্কায়ন কার্যক্রমকে দ্রুত ও সহজ করতে অনলাইনে স্বয়ংক্রিয় পদ্ধতি অ্যাসাইকুডা ওয়ার্ল্ড চালু  করা হয়েছে।

প্রতিমন্ত্রী এমএ মান্নান আরও বলেন, বিশ্বব্যাপী  সীমান্ত ব্যবস্থাপনা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। যেকোনো কাজ সম্বিলিতভাবে করলে তা যেমন দ্রুত হয়, তেমনি তার র্পূণতাও আসে।

যশোরের কাস্টমস কমিশনার জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেনাপোল কাস্টমস কমিশনার এ এফএম আব্দুল্লাহ খান, বিজিবির ২৬ বিজিবির কমান্ডিং অফিসার কর্নেল জাহাঙ্গীর হোসেন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, কাস্টমসের অতিরিক্ত কমিশনার ফিরোজ আহমেদ,পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন, যশোর জেলার এডিসি রেভিনিউ আসাদুল হক, সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, নুরুজ্জামান ও এমদাদুল হক লতা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।