ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় ইয়বাসহ কাইয়ুম শিকদার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে আগৈলঝাড়া উপজেলার বড় মগড়া বাজার এলাকা থেকে র‌্যাব- এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।



কাইয়ুম শিকদার গোপালগঞ্জের কাটালীপাড়ার বাগান উত্তরপাড়া গ্রামের সুন্দর আলী শিকদারর ছেলে।
 
রাতে র‌্যাব-৮ এর পক্ষ থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিষয়টি বাংলানিউজকে জানানো হয়।
 
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সিপিএসসি'র একটি বিশেষ টহল দল বরিশাল জেলার আগৈলঝাড়া থানা এলাকায় অভিযান চালায়। এসময় বড় মগড়া বাজারস্থ এলাকা থেকে কাইয়ুম শিকদারকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ২০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলেও ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।