ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় গাঁজাসহ আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পাথরঘাটায় গাঁজাসহ আটক ২ ছবি: প্রতীকী

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার হাড়িটানা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ অভিযান চালানো হয়।



আটক ব্যক্তিরা হলেন-হাড়িটানা গ্রামের জাহাঙ্গীর মুন্সির ছেলে জাহিদ হাসান ইমন ও মো. মতি মুন্সির ছেলে মোহাম্মদ আলী।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বাংলানিউজকে জানান, ইমন ও মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। খবর পেয়ে রাতে পুলিশ ইমনদের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সেবনের সরঞ্জামসহ ইমন ও মোহাম্মদ আলীকে আটক করে।

তিনি আরও জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের  করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।