ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারত একে অপরের সহযোগিতায় পাশে থাকবে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
বাংলাদেশ-ভারত একে অপরের সহযোগিতায় পাশে থাকবে হর্ষবর্ধন শ্রিংলা

ঢাকা: আগামীতে বাংলাদেশ-ভারত দুই দেশ বিভিন্ন কাজে একে অপরের সহযোগিতায় পাশে থাকবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর হোটেল র‌্যাডিসনে ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের হাইকমিশনার।

এ সময় হর্ষবর্ধন বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক অতীতের চেয়ে বর্তমানে অনেক ভালো। এছাড়া আমাদের দু’দেশের ভাষা ও সংস্কৃতি প্রায় একই রকম।

হাইকমিশনার হর্ষবর্ধন আগামীতে দুই দেশের বিভিন্ন কাজে একে অপরের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আরও ছিলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

পরে একে একে অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ-ভারতের প্রায় ১ হাজার ৫শ’ অতিথি উপস্থিত হন।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএস/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।