ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ইয়াবা ব্যবসায়ী সাইফুল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
চুয়াডাঙ্গায় ইয়াবা ব্যবসায়ী সাইফুল আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ইয়াবা ব্যবাসায়ী সাইফুলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলার এতিমখানা রোড এলাকার তার ভাড়াবাসা থেকে আটক করা হয়।



আটক সাইফুল ইসলাম (৩৭) আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের আফসার বিশ্বাসের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল বেশ কিছুদিন ধরে শহরের এতিমখানা রোড এলাকায় একটি ভাড়াবাসায় ইয়াবার ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই ভাড়াবাসায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে তার কাছে থাকা ৬৭ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৮শ টাকা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমীর আব্বাস জানান, সাইফুল ইয়াবা সিন্ডিকেট ও চোরাকারবারীর শীর্ষ সদস্য। এর আগেও তিনি প্রাইভেটকার ভর্তি ফেনসিডিল ও ইয়াবাসহ আটক হয়েছিলেন।

তাকে আটকের পর ইয়াবা সিন্ডিকেটের অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।