ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
মৌলভীবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: মৌলভীবাজার সদর উপজেলার শমসেরনগর সড়ক এলাকা থেকে ৯৭ পিস ইয়াবাসহ হাসান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিনগত রাত ১১টায় ৠাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা শমসেরনগর সড়ক এলাকার শ্যামেরকোণা বাজার থেকে হাসানকে আটক করে।



আটক হাসান মৌলভীবাজার সদর উপজেলার মাথারকাপন গ্রামের আকবর মিয়ার ছেলে।

ৠাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে ৠাব শমসেরনগর সড়ক এলাকার শ্যামেরকোণা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় বাজারের নবাব ম্যানশন গলির আর এইচ এইচ ক্লথ স্টোরের কাছ থেকে ৯৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসানকে আটক করা হয়। পরে তাকে ইয়াবাসহ মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪৮ হাজার ৫শ টাকা।

বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।