ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতিতে এবার ১৩তম বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
দুর্নীতিতে এবার ১৩তম বাংলাদেশ ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর সদ্য প্রকাশিত তালিকায় ২০১৫ সালে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৩তম। ২০১৪ সালে এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিলো ১৪তম।

তবে মোট সূচকের ১০০ মানদণ্ডের মধ্যে বাংলাদেশের স্কোর ২৫, যা গত বছরও একই ছিল। ২০১৩ সালে এই মান ছিলো ২৭।

সারাবিশ্বের সাথে মিল রেখে জার্মানিভিত্তিক সংগঠনটির বাংলাদেশ শাখা বুধবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর মাইডাস সেন্টারে অয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্বব্যাপী দুর্নীতির ধারণা সূচক বিস্তারিত তুলে ধরে।
 
সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিশ্বের ১৬৮টি দেশের মধ্যে ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশ ১৩৯তম অবস্থানে রয়েছে, গত বছরের মতোই ১০০ স্কোরের মধ্যে ২৫ পেলেও নিম্নক্রম অনুযায়ী ১৪ থেকে আরো এক ধাপ নেমে ১৩তম হয়েছে।

উন্নতির যে ধারায় যাচ্ছিলো বাংলাদেশ সেই ধারা ধরে রাখা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন ইফতেখারুজ্জামান।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিআইবি’র নির্বাহী পরিচালক আরও বলেন, দুর্নীতি কমাতে হলে দুদক এবং সংসদকে আরও বেশি কার্যকর করতে হবে। গত কয়েক বছরে বিদেশে অর্থপাচারের প্রবণতা বেড়েছে বলে বিভিন্ন সময় যে তথ্য উপাত্ত আসছে তা সন্তোষজনক নয়।

সিঙ্গাপুর থেকে একজনের অর্থ ফেরত আনা গেলে অন্যদের অর্থও ফেরত আনার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। দুর্নীতি করলে শাস্তি পেতে হয় এটা নিশ্চিত করতে পারলে দুর্নীতির পরিমাণ কমে আসবে বলেও মত দেন ইফতেখারুজ্জামান।
 
টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, প্রতিবেদন অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের স্কোর সমান সমান আছে, কিন্তু সেখানে থাকলে তো চলবে না। দেশের অন্যান্য ক্ষেত্রে যে অগ্রগতি তার সাথে তাল মিলিয়ে দুর্নীতিকেও নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। পঁচিশ থেকে আরও অনেক অগ্রগতি করতে হবে।   
 
সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, টিআইবির ট্রাস্টি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদ ও উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের।
 
১৯৯৫ সাল থেকে বিশ্বব্যাপী করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই) প্রকাশ করে আসছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এর মধ্যে ২০০১ সালে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়। জার্মানির বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান টিআই প্রতিবছরের ডিসেম্বরে দুর্নীতিগ্রস্ত দেশের সূচক প্রকাশ করলেও এবার একমাস পর জানুয়ারিতে এই তালিকা প্রকাশ করা হলো।

২০১৩ এর ফেব্রুয়ারি থেকে ২০১৫ অগাস্ট পর্যন্ত নেওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে সদ্য প্রকাশিত এই তালিকায় বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আট পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে সোমালিয়া ও উত্তর কোরিয়া,  দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তানের পয়েন্ট আট, আর একানব্বই স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬/আপডেট: ১৪৩৮ ঘণ্টা
এইচআর/এমজেএফ/

** টিআইবির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নৌমন্ত্রীর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।