ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজউকের সেবা বঞ্চিতদের নিয়ে দুদকের গণশুনানি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
রাজউকের সেবা বঞ্চিতদের নিয়ে দুদকের গণশুনানি ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবা থেকে বঞ্চিতদের নিয়ে ‘গণশুনানি’ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণশুনানি কার্যক্রমের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান।



এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু ও ড. নাসিরউদ্দীন আহমেদ, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, দুদক মহাপরিচালক জিয়াউদ্দীন আহমেদ, মহাপরিচালক (অনুসন্ধান ও তথ্য) ড. মো. শামসুল আরেফিন, ঢাকা বিভাগীয় পরিচালক মো. নাসিম আনোয়ারসহ আরও অনেকে।

দুদক সূত্রে জানা গেছে, নাগরিক সনদ অনুযায়ী জনগণ সেবা পাচ্ছে কি-না, তা যাচাই করতে ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী এ গণশুনানি কার্যক্রম পরিচালনা করছে দুদক।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এডিএ/আরএইচএস/আরএইচ

** ‘পরিত্যক্ত জায়গায় সরকারি চাকরিজীবীদের ফ্ল্যাট দেবে রাজউক’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।