ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাত খুন মামলার চার্জ গঠনের শুনানি ৮ ফেব্রুয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
সাত খুন মামলার চার্জ গঠনের শুনানি ৮ ফেব্রুয়ারি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দু’টি মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানিতে মামলার প্রধান আসামি নুর হোসেনকে আদালতে হাজির করা হয়েছে।

এ ছাড়াও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ জনকে হাজির করা হয় আদালতে।



বুধবার (২৭ জানুয়ারি) সকাল দশটায় তাদের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত চার্জ গঠনের শুনানি পিছিয়ে ৮ ফেব্রুয়ারি ধার্য করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান পরবর্তী দিন ধার্যের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। শীতলক্ষ্যা নদী থেকে ৩০ এপ্রিল থেকে ছয়জন এবং ১ মে অপরজনের মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও আইনজীবী চন্দন সরকারের মেয়ের জামাই বিজয় কুমার পাল বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দু’টি মামলা করেন।

এ ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়া এ মামলার প্রধান আসামি নূর হোসেনকে গত বছরের ১২ নভেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে।

পরে ১৩ নভেম্বর নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এ মামলায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার দায় স্বীকার করে র্যাবের ১৭ জনসহ ২২ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ঘটনার সাক্ষী হিসেবে র্যাব সদস্যসহ ১৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।