ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
করিমগঞ্জে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বালিখলা এলাকায় নৌকা থেকে পানিতে পড়ে শ্রীধর চক্রবর্তী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



শ্রীধরের বাড়ি জেলার ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে।

ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, ইটনা থেকে শ্রীধরসহ ৪০-৫০ থেকে জন যাত্রী নিয়ে একটি নৌকা চামড়া বন্দর ঘাটে আসছিল। পথে বালিখলা এলাকার ঘাটে নৌকা ভেড়ানোর সময় অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এসময় শ্রীধর নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা শ্রীধরকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআই  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।