ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
মুকসুদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাসের চাপায় শাজাহান ভূঁইয়া (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত এবং তার স্ত্রী বৈশাখী (২৮) আহত হয়েছেন।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চন্ডিবরদী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাজাহান ভূঁইয়ার বাড়ি উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামে।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক সরকার বাংলানিউজকে জানান, সকালে শাজাহান ভূঁইয়া তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে সংযোগ সড়ক থেকে মহাসড়কে উঠছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী সেবা গ্রিন লাইন পরিবহনের (ঢাকা মোট্রো ব-১৪-৮৮৮৭) যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাজাহান ভূঁইয়ার মৃত্যু এবং তার স্ত্রী বৈশাখী আহত হন। তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।