ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
গাজীপুরে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পাজুলিয়া এলাকার পোল্ট্রি ফিড ব্যবসায়ী মো. মোস্তান আলীর (৫২) রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা ধারণা করছেন।



বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে একটি জাম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোস্তান আলীকে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত মোস্তান আলী একই এলাকার রমজান আলীর ছেলে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল হোসেন বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া সুনির্দিষ্টভাবে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।