ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাসের হেলপার রোকন মিয়া (৩০) নিহত হয়েছেন।

বুধবার (২৭ জানুয়ারি) ভোরে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রোকন মিয়া কুড়িগ্রাম জেলা সদরের চেঙ্গাপাড়ার মাসুদ মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রোহানী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে মহাসড়কের চাপড়িগঞ্জ ব্রিজে গতি কমিয়ে স্পিড ব্রেকার পার হচ্ছিল মালবাহী একটি ট্রাক। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামগামী হক এন্ট্রারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের দরজায় থাকা হেলপার রোকন ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।  

দুপুরে নিহতের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।