ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে কয়েদি ও হাজতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ঢামেকে কয়েদি ও হাজতির মৃত্যু

ঢামা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি ও হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে তাদের মৃত্যু হয়।

অসুস্থজনিত কারণে তাদেরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মৃত কয়েদি (কয়েদি নং- ৯০৩৪/এ) মনসুর মোল্লা (৬০) সাতক্ষীরা সদরের মাদক মামলার আসামি। আর হাজতি সুবাস নন্দির (৪২) বাবার নাম শান্তি রাম নন্দী।

ঢামেক হাসপাতালে ডিউটিরত কারারক্ষী জাকারিয়া বাংলানিউজকে জানান, মঙ্গলবার দিনগত রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে অসুস্থতার কারণে মনসুর ও সুবাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।   কয়েকঘণ্টা পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।